রাসূল (সাঃ) এর তারাবি নামাজ

তারাবীহ

তারাবীহ (আরবি: تَرَاوِيْحِ‎‎) শব্দটির একবচন ‘তারবীহাতুন’ (আরবি: تَروِيْحَة‎‎)।

এর আভিধানিক অর্থ বসা, বিশ্রাম করা, আরাম করা।

ইসলাম ধর্মে তারাবীহ হল রাতের সালাত যেটি মুসলিমগণ রমজান মাসব্যপী প্রতি রাতে এশার ফরজ নামাজের পর পড়ে থাকেন।

 তারাবীহ সালাত দুই দুই রাকআত করে যেকোনো সংখ্যক রাকআত পড়া হয়। তারাবীহ সালাতের পর বিতর সালাত পড়া হয়।

 তারাবীহর নামাজের রাকআত নির্দিষ্ট করা হয়নি। হানাফিশাফিয়ি ও হাম্বলি ফিকহের অনুসারীগণ ২০ রাকআত, মালিকি ফিকহের অনুসারীগণ ৩৬ রাকআত এবং আহলে হাদীসরা ৮ রাকআত তারাবীহ পড়ে।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started