আরবি বার মাসের নামকরণের ইতিহাস:
মহান আল্লাহ তায়ালা কুরআনে কারীমে ঘোষণা করেন…..
ﺍِﻥَّ ﻋِﺪَّۃَ ﺍﻟﺸُّﮩُﻮۡﺭِ ﻋِﻨۡﺪَ ﺍﻟﻠّٰﮧِ ﺍﺛۡﻨَﺎ ﻋَﺸَﺮَ ﺷَﮩۡﺮًﺍ ﻓِﯽۡ ﮐِﺘٰﺐِ ﺍﻟﻠّٰﮧِ ﯾَﻮۡﻡَ ﺧَﻠَﻖَ ﺍﻟﺴَّﻤٰﻮٰﺕِ ﻭَ ﺍﻟۡﺎَﺭۡﺽَ ﻣِﻨۡﮩَﺎۤ ﺍَﺭۡﺑَﻌَۃٌ ﺣُﺮُﻡٌ ؕ ﺫٰﻟِﮏَ ﺍﻟﺪِّﯾۡﻦُ ﺍﻟۡﻘَﯿِّﻢُ ۬ۙ ﻓَﻠَﺎ ﺗَﻈۡﻠِﻤُﻮۡﺍ ﻓِﯿۡﮩِﻦَّ ﺍَﻧۡﻔُﺴَﮑُﻢۡ ﻭَ ﻗَﺎﺗِﻠُﻮﺍ ﺍﻟۡﻤُﺸۡﺮِﮐِﯿۡﻦَ ﮐَﺎٓﻓَّۃً ﮐَﻤَﺎ ﯾُﻘَﺎﺗِﻠُﻮۡﻧَﮏُﻡۡ ﮐَﺎٓﻓَّۃً ؕ ﻭَ ﺍﻋۡﻠَﻤُﻮۡۤﺍ ﺍَﻥَّ ﺍﻟﻠّٰﮧَ ﻣَﻊَ ﺍﻟۡﻤُﺘَّﻘِﯿۡﻦَ ﴿۳۶ ﴾
নিশ্চয় মাসসমূহের গণনা আল্লাহর কাছে বার মাস আল্লাহর কিতাবে, (সেদিন থেকে) যেদিন তিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন। এর মধ্য থেকে চারটি সম্মানিত, এটাই প্রতিষ্ঠিত দীন। সুতরাং তোমরা এ মাসসমূহে নিজদের উপর কোন যুলম করো না, আর তোমরা সকলে মুশরিকদের সাথে লড়াই কর যেমনিভাবে তারা সকলে তোমাদের সাথে লড়াই করে, আর জেনে রাখ, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকীদের সাথে আছেন।
সুতরাং সৃষ্টির শুরু থেকেই গননায় মাস সমূহ বারটি। যথা:
১. মহররম : এর অর্থ হারামকৃত, মর্যাদাপূর্ণ। যেহেতু এ মাসের মর্যাদার কথা বিবেচনা করে যুদ্ধবিগ্রহ হারাম বা নিষিদ্ধ মনে করা হতো, এ জন্য এ মাসকে মহররম বলা হয়। (গিয়াসুল লোগাত : ৪৫৭)
২. সফর : অর্থ খালি, শূন্য। মহররম মাসে যুদ্ধ বন্ধ থাকায় আরবরা এ মাসে দলে দলে যুদ্ধে যাত্রা করত। ফলে তাদের ঘর খালি হয়ে যেত। এ জন্য এ মাসের নামকরণ করা হয় ‘সফর’।
৩. রবিউল আউয়াল : শাব্দিক অর্থ : বসন্তের শুরু। এ মাসের নামকরণ করা হয় বসন্তকালের শুরু লগ্ন হওয়ার কারণে। (রেসালায়ে নুজুম-২২৯)
৪. রবিউল আখের বা সানি : বসন্তকালের শেষ পর্যায়ে হওয়ায় এ মাসের নামকরণ করা হয় রবিউল আখের। (রেসালায়ে নুজুম-২২৯)
৫. জুমাদাল উলা : আরবি শব্দ, ‘জুমূদ’ অর্থ জমে যাওয়া, স্থবির হওয়া। যখন এ মাসের নাম রাখা হয়, তখন ছিল শীতের শুরুলগ্ন। যখন ঠাণ্ডায় সব কিছু জমে যেত। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে মিল রেখে এ মাসের নাম রাখা হয়েছে ‘জুমাদাল উলা’।
৬ .জুমাদাল উখরা : শীতকালের শেষ লগ্নে গিয়ে এ মাসের নামকরণ করা হয় বলে এ মাসের নাম রাখা হয়েছে ‘জুমাদাল উখরা’।
৭. রজব : শাব্দিক অর্থ সম্মান করা। আরবরা এ মাসকে ‘শাহরুল্লাহ’ বলত এবং যথেষ্ট সম্মান করত। এ জন্য এ মাসের নাম রাখা হয়েছে ‘রজব’ বলে। (রেসালায়ে নুজুম-২৩০)
৮. শাবান : শাব্দিক অর্থ ছড়িয়ে দেওয়া, বিচ্ছিন্ন হওয়া। যেহেতু এ মাসে অসংখ্য কল্যাণ আর রহমতের বৃষ্টি বর্ষিত হয় এবং হায়াত, মওত, রিজিক এবং তাক্বদিরের নানা বিষয় ফেরেশতাদের হাতে ন্যস্ত করা হয়, এ জন্য এ মাসের নাম রাখা হয়েছে ‘শাবান’। অথবা এ কারণে এ মাসের নাম ‘শাবান’ রাখা হয়েছে, আরবরা রজব মাসে যুদ্ধ নিষিদ্ধ থাকার পর এ মাসে যুদ্ধ করতে ছড়িয়ে পড়ত।
৯. রমজান : অর্থ জ্বালানো। যেহেতু এ মাসে বান্দার গুনাহ জ্বলেপুড়ে (মুছে) যায় অথবা গরমকালে এ মাসের নামকরণ করা হয়, এ জন্য এ মাসকে ‘রমজান’ বলা হয়। (ইবনে কাছির , খণ্ড ২, পৃ. ২৩৬)
১০. শাওয়াল : অর্থ ওঠানো। আরবরা এ মাসে শিকার করার উদ্দেশ্যে কাঁধে অস্ত্র ওঠাত, এ জন্য এর নামকরণ করা হয়েছে ‘শাওয়াল’। (ইবনে কাছির, খণ্ড ২, পৃ. ৩০০)
১১. জিলক্বদ : অর্থ বসে থাকা। আরবরা এ মাসে যুদ্ধ থেকে বিরত থাকত (বসে থাকত), এ জন্য এর নামকরণ করা হয়েছে ‘জিলক্বদ’ করে। (ইবনে কাছির, খণ্ড ২, পৃ. ২২৬)
১২. জিলহজ : হজের মাস বলে একে জিলহজ বলা হয়। (ইবনে কাছির, খণ্ড ২, পৃ.